43th BCS Model Test 2

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. সংবিধান অনুসারে জাতীয় মূলনীতি কতটি ?
2. The tailor said to him, "Will you have the suit ready by tomorrow evening?"
3. সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল সম্পর্কে বলা আছে ?
4. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়??
5. I said to him, "Why are you working so hard?"
6. কত সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল ?
7. Switch on the cooler.
8. Please give me a pen.
9. বাংলাদেশের সংবিধান কত মাসে প্রণীত হয় ?
10. সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনারের মেয়ায় কত বছর ?
11. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংবিধানের কোন অনুচ্ছেদ বলে প্রতিষ্ঠিত ?
12. একজন দোকানদার ১৫/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয় মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
13. "গ্রেট লিপ ফরওয়ার্ড " কর্মসূচি গ্রহণ করে কোন দেশ ?
14. বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট সম্পর্কে বলা হয়েছে ?
15. The poor examine said, "O God, take pity on me."
16. বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে ?
17. কবিগানের কয়টি ভাগ
18. It is time to do our business.
19. কল্লোল পত্রিকার সম্পাদক
20. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে ?
21. "হার্ড ডিস্ক" মাপার একক হল
22. ১ বাইটে বিটের সংখ্যা কত??
23. Rahul said to Shusheela, "I had to reach there".
24. সংবিধানের কোন অনুচ্ছেদে স্থানীয় শাসনের কথা বলা হয়েছে ?
25. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কর্মসূচিসংক্রান্ত প্রথম দলিলের নাম কী ?
26. UNIX অপারেটিং সিসটেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি??
27. প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কার লেখনি থেকে?
28. নিচের কোনটি Antivirus Program নয়??
29. She said, "You were missing from the picnic".
30. He displeased Mr. Mathur.
31. এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের ৮% কমিশন দিয়েও ১৫% লাভ করে। যে দ্রব্যের ক্রয়মূল্য ২৮০.০০ টাকা তার ধার্য মূল্য কত টাকা?
32. অনুবাদ সাহিত্যের প্রথম কবি
33. কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ কি ধরনের পত্রিকা
34. একজন দোকানদার ৫টি লেবু যে দামে ক্রয় করে, ৪টি লেবু সেই দামে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে?
35. ভারতবর্ষের প্রথম সংবাদপত্র
36. এক ব্যক্তি তার মূলধনের ৬০% শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং বাকি ৪০% সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। যদি তিনি শেয়ার বাজার হতে শতকরা ৫ টাকা আয় করেন এবং সঞ্চয়পত্র থেকে শতকরা ৬ টাকা আয় করেন এবং তার মোট আয় ১০৮০ টাকা হয় তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?
37. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশী’ বলে পরিচিত হোন ?
38. কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা পুনঃ প্রবর্তিত হয় ?
39. সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়ৈছে ?
40. My father has promised me a bicycle.
41. ইতিহাসমালা গ্রন্থের রচয়িতা কে?
42. He said to her, "What a cold day!"
43. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার??
44. কোনটি প্রহসন
45. জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সংরক্ষিত রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে ?
46. কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে---
47. "স্বাধীনতা , সাম্য , ভ্রাতৃত্ব" স্লোগানটি নিচের কোন বিপ্লবকে নির্দেশ করে?
48. একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮০% গনিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
49. They said, "We can not live without oxygen".
50. শ্রীরামপুর মিশনে মুদ্রনযন্ত্র স্থাপন করা হয়
51. সংবিধান অনুসারে সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে ?
52. নিচের কোনটির স্পিড সবচেয়ে বেশি??
53. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা ও সংবাপত্রের স্বাধীনতা প্রদান করা হয়েছে ?
54. He like people to respect him.
55. পুঁজিবাদকে সম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর বলে আখ্যায়িত করেছেন কে?
56. নিচের কোনটি "এক দেশ দুই নীতি"- এর মেয়াদকাল?
57. উপজাতিদের নিয়ে লেখা উপন্যাস
58. যুদ্ধাপরাধীদের ও গণবিরোধীদের বিচার নিশ্চিত করতে সংবিধানের ১ম সংশোধনী কবে পাস হয় ?
59. পুরুষ পরীক্ষা রচনা করেন
60. BIOS is a---
61. সামন্তবাদ কোন দেশে বিকশিত হয় ?
62. উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কি?
63. কোন নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যার ৮ শতাংশ বৃদ্ধ ভোটার। একটি নির্বাচনে বৃদ্ধ ভোটারদের ৮০ শতাংশ ভোট প্রদান করলে ভোট প্রাদান করলে ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটার সংখ্যার কত শতাংশ?
64. সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা হয়েছে ?
65. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
66. সংবিধানের কোন অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা আছে ?
67. সংবিধান অনুসারে সংসদের এক অধিবেশন সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে কতদিন ব্যবধান থাকে ?
68. সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত বছর ?
69. বাংলা মুদ্রাক্ষর আবিষ্কার করেন কে
70. সুরেশচন্দ্র সমাজপতির সম্পাদিত পত্রিকা
71. সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্র নারী , শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় ?
72. জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্বের সাথে সংশ্লিষ্ট ?
73. ৮% সরল মুনাফায় ৬০০০ টাকা বিনিয়োগে ৫ বৎসরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০০০০ টাকায় ৩ বৎসরে ঐ মুনাফা হবে?
74. Sahil said to his friends, "Lets go to the park."
75. We crowned him leader.
76. একটি দ্রব্যের ক্রয়মূল্যের ১০% বাবদ ১১০ টাকা পরিশোধ করা হল। আর বকেয়া কত টাকা পরিশোধ করতে হবে?
77. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
78. ১৫২নং অনুচ্ছেদে উল্লেখ সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় ?
79. "মুক্তবাজার অর্থনীতিকে" কোন মতবাদের হাতিয়ার মনে করা হয়?
80. সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নী জেনারেলকে নিয়োগ দেন কে ?
81. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি ?
82. সংবিধানের ১৭তম সংশোধনী কবে পাস হয় ?
83. কলকাতায় শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
84. Seeta said to me, " Can you give me your pen ?"
85. সংবিধান অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান ?
86. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
87. সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
88. He said, "Why didn't you send your application to me ?"
89. কৃপার শাস্ত্রের অর্থভেদ কোন হরফে মুদ্রিত
90. সংবিধানের কোন অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং এর কথা বলা আছে ?
91. The teacher said to Ram, "Congratulations ! Wish you success in life."
92. which of the following is an open source operating system??
93. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে ?
94. 'বিশ্বব্যবস্থা' ধারণার প্রবর্তক কে?
95. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?
96. ১৯৮০সালে জাতীয় সংসদে পাস হওয়া ন্যায়পাল সংবিধানে কোন অনুচ্ছেদে আছে ?
97. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান হেড পন্ডিত কে ছিলেন?
98. There is no book to read.
99. লাঙ্গল পত্রিকার প্রকাশ সাল
100. Darjeeling grows tea.

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =