43th BCS Model Test 3

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. Can you teaching me singing. Here 'singing' is-
2. নিচের কোনটি ইউনেস্কো ঘোষিত সাইট ?
3. কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতিমূলক গল্প সংগ্রহ করেছেন?
4. Which of the following is not associated with UN-
5. I know the reason why he said so. Here 'why he said so' is-
6. The boy cried thinking that he would be whipped. Here 'thinking' is-
7. The report that he is dead is false. Here 'that he is dead is false' is-
8. Hearing a loud noise, we ran to the window. Here 'hearing' is-
9. মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
10. দেশের একমাত্র ডিজিটাল দ্বীপ কোনটি ?
11. মনপুরা দ্বীপ -
12. মধুসূদন দত্তের কাব্য নয় কোনটি
13. যদি কোন যৌগের জলীয় দ্রবন নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি
14. কালা পাহাড় কোথায় -
15. Some people buy expensive cars simply because they can. Here 'because they can' is-
16. কোন টাকা ৫ বছরে ৬% হার সুদে সুদে-আসলে ১৩০০ টাকা হয়, কত বছরে ঐ টাকা সুদে-আসলে ১৩৯০ টাকা হবে?
17. বাংলা সাহিত্যের অাধুনিকতার জনক কে?
18. বাংলাদেশের জলসীমায় উত্পত্তি এবং সমাপ্ত নদী-
19. উত্তরা গণভবনের পূর্বনাম কী?
20. বিবিসি এর জরিপে শ্রেষ্ঠ বাঙ্গালির তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবস্থান কত?
21. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ১৯/৪% হওয়ায় এক ব্যক্তির ৮০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত ছিল?
22. মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?
23. রিছাং ঝরনা ও তৈদুছড়া ঝরনা কোথায় অবস্থিত?
24. পিপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থের জন্য??
25. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়-
26. বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য
27. শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূলধন ১০৪০ টাকা হবে?
28. বাংলাদেশে প্রথম ঘোষিত রামসার সাইট কোনটি?
29. বাংলাদেশের টাঙ্গুয়ার হাওড় কোন জেলায়?
30. I am confident of wining of the game. here 'wining' is-
31. I did not like the way ---- he behaved with me.
32. জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কী?
33. Suppose he comes back, what are we to do? Here 'Suppose he comes back' is-
34. ৮% সরল মুনাফায় ৬০০০ টাকা বিনিয়োগে ৫ বৎসরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০০০০ টাকায় ৩ বৎসরে ঐ মুনাফা হবে?
35. ১৮৮০ সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন?
36. ধর্মসাগর কোথায় -
37. We saw a clown standing on his head. here 'standing' is-
38. কোন দেশটি জাতিসংঘের সদস্য?
39. জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন-
40. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাবানুসারে হাওরের সংখ্যা -
41. ঢাকার আহসান মঞ্জিল নির্মিত হয় -
42. কোনটি বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ নয়
43. ঢালচর কোথায় অবস্থিত?
44. সবচেয়ে প্রাচীন বিহার -
45. পূর্বে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল ?
46. সম্প্রতি "Legend of the Loom" প্রামাণ্যচিত্রটি কোন বিষয়ের উপর নির্মিত হয়েছে?
47. বাংলাদেশের সর্বোচ্চ স্বাদু পানির হৃদ বগা লেক কোথায় অবস্থিত?
48. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন?
49. বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্যের নাম কি?
50. I went to your father, who promised to help me. Here 'who promised to help me' is-
51. সাহিত্যিক ঈশ্বরচন্দ্রের পদবী কোনটি
52. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধদয় গ্রন্থ শুরু করেন -
53. Clearing his throat, Biplop began to give his speech. Here Clearing his throat is
54. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কী ?
55. We won't eat any of the turkey roasting in year even. Here 'roasting' is-
56. বিখ্যাত দারুচিনি দ্বীপ অবস্থিত -
57. Whenever there is a large American city, there will be poverty. Here ' Whenever there is a large American city' is-
58. নিচের কোনটি ঐতিহাসিক অনু-উপন্যাস ?
59. ঝরঝরি ঝর্না কোথায় -
60. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
61. x টাকার x% হার সরল মুনাফায় ৪ বছরের মুনাফা x টাকা হলে x = কত?
62. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
63. Economic & Social Council -
64. মাইকেল মধুসূদন দত্ত কত সাখ্রিষ্টধর্মে দীক্ষিত হন?
65. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি সমালোচক মহলে উচ্চ-প্রশংসিত হয়?
66. বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা হলে বৃহত্তম নদীর নাম কী ?
67. বার্ষিক ৭% মুনাফা হারে কত টাকা তিন বছর জমা রাখলে মেয়াদান্তে মুনাফাসহ ৬৬৫৫ টাকা পাওয়া যাবে? 
68. He hates spending money. Here 'spending' is-
69. Reading a good novel always gives pleasure . Here 'Reading a good novel' is-
70. স্বর্নের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়??
71. ২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% হার সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
72. বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কী?
73. ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি ?
74. খুলনার মংলা উপজেলার দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত বঙ্গবন্ধু দ্বীপটির মোট আয়তন কত ?
75. কোন উপন্যাসটি ছিয়াত্তরে মন্বন্তরের পটভূমিকায় সন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত?
76. সুন্দরবনের কোথায় সূর্যস্নান উৎসব অনুষ্ঠিত হয় ?
77. That is the place where wolfves and moutcalnis armies fought. Here ' where wolfves and moutcalnis armies fought ' is-
78. বাংলাদেশে প্রথম বাতিঘর কোথায় অবস্থিত -
79. বাংলাদেশের মোট ভূমির কত % টারসিয়ারী যুগের পাহাড়?
80. Have you got anything --- belongs to you?
81. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
82. He has ruined his lungs by smocking. Here 'smocking' is-
83. সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয় -
84. আমলকিতে কোন এসিড থাকে?
85. Which one is the executive body of the UN?
86. বার্ষিক ৬% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকা একটি সঞ্চয়ী হিসাবে জমা রাখা হল। বছর শেষে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
87. কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী?
88. আদিনাথ মন্দির অবস্থিত -
89. শতকরা বার্ষিক কত হার সুদে ৬০০০০ টাকার ৫ বছরের সুদ ৬০০০ টাকা হবে?
90. সাজেক ভ্যালি যে জেলায় অবস্থিত
91. শিক্ষার্থীদের জন্য আদর্শ বাংলা বই পাওয়া যায় কোন বইটি প্রকাশের মাধ্যমে?
92. ১৮৫২ সালে কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায় সাহিত্যচর্চা শুরু করেন?
93. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত ?
94. ১৯৯৭ সালে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য -
95. হুসেনী দালান কে নির্মাণ করেন?
96. রাজশাহীর বড়কুঠি নির্মিত হয় -
97. যদি পানির P^H এর মান ৭ এর বেশি হয়, তবে তা----
98. The others felt exactly as he did. Here 'as he did' is -
99. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কি?
100. জাতিসংঘের কার্যকরী ভাষা কোন দুটি-

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

2 thoughts on “43th BCS Model Test 3”

  1. According to Wikipedia, essor chandra vidyasagar is ranked 9 in BBC’s poll of the Greatest Bengali of all time

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =