BCS Model Test 8

বিসিএস প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ২০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. Permutation শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে?
2. লাউসেন, হরিশ্চন্দ্র কোন মঙ্গল কাব্যের চরিত্র-
3. ১২ হতে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
4. Who is the author of 'Shooting an Elephant' ?
5. who wrote the satirical poem,The Masquerade.
6. ঘড়িতে যখন 4 টা 30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটে কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়?
7. দুইশত ছেষট্রি দিনে স্বাধীনতা- বইটির লেখক কে?
8. বাংলাদেশে রঙ্গিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
9. ভাইমার গনতন্ত্র কোন দেশে প্রচলিত ছিল?
10. নার্গিস ঘূর্ণিঝড়টি ২০০৮ সালের কত তারিখে আঘাত হানে?
11. "নিউ ডেপেলপমেন্ট ব্যাংক" এর সদর দপ্তর কোথায়?
12. Log3+Log9+Log27........15 টি পদের সমষ্টি কত?
13. ২০১৬ অর্থ বছরে জিডিপিতে শিল্পঘাতের অবদান কত?
14. জাতীয় উন্নয়নের মূলধন বলা হয় কোনটিকে ?
15. নাগরিকের কিসের উপর সুশাসন নির্ভর করে?
16. মুক্তিযুদ্ধের নেতৃত্বদান কারী জাতীয় চার নেতাকে গ্রেফতার করা হয় কবে?
17. জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে?
18. Toot one’s own horn means?
19. Which one is incorrect?
20. ২০১৭-২০১৮ বাজেটে শিক্ষা ও প্রযুক্তি ঘাতে বরাদ্দ
21. Away means?
22. কতজন শব্দসৈনিক মুক্তিযোদ্ধা স্বীকৃতি পান?
23. 'Lady chatterley's lover' is a novel written by ....
24. ১৮তম ন্যাম সম্মেলন?
25. কোন বানানটি শুদ্ধ?
26. ডিজেলের অসম্পূর্ণ দহনে তৈরি হয়-
27. নিন্মের কোন সংস্থাটির সদর দপ্তর নেই?
28. দেশে দূর্যোগ ব্যবস্হাপনা কেন্দ্র কতটি?
29. সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
30. সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণ গুলোর সমষ্টি কত?
31. খোদা আপনার মঙ্গল করুন কী অর্থে ব্যবহার করা হয়েছে?
32. সবচেয়ে বড় ফুল র্যাফ্লেসিয়া অারল্ডি কোন দেশে পাওয়া যায়?
33. "এশিয়া ও প্রশান্ত মহাসীগরীয় অঞ্চলের পল্লীর দারিদ্র্য মোচন" এটি কোন সংস্থার লক্ষ্য?
34. সবচেয়ে পুরাতন অপারেটিং সিস্টেম -
35. লাহোরর প্রস্তাব গ্রহণের সুদীর্ঘ কত বছর পর ‘ভারতের পূর্বাঞ্চলে ’প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ?
36. বর্তমানে ক্রিকেটে ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারেন?
37. 1+3+5+.......+(2n-1)ধারাটির যোগফল হবে____
38. আলাওল কোন শতকের কবি?
39. Which one is correct??
40. বিশ্বে প্রতিষ্ঠিত সামরিক জেটগুলোর প্রধান উদ্দ্যেশ্য কি ছিল?
41. মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?
42. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে?
43. Which one is correct sentence?
44. ল তু নী র পুন
45. পেশোয়ার হতে তাসখন্দ- কোন জাতীয় রচনা?
46. নিচের কোন দুটি দেশে সুশাসন প্রতিষ্ঠিত?
47. যদি(x-5)(a+x)=x2-25 হয় তবে aএর মান কত?
48. ভিটামিন অাবিষ্কার করেন কে?
49. সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র -
50. সমাধান করঃ 3^(xm-1) 〖=3a〗^(mx-2)
51. Who wrote the poem"The White Horse"
52. ৭ সে মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
53. কোন বাক্যটি শুদ্ধ ?
54. মৌর্যযুগে-গুপ্তচরকে ডাকা হয় কি নামে?
55. শিক্ষা:অক্ষর::জীবন:?
56. x4 কে x9 দ্বারা গুন করলে গুনফল কত হয়?
57. শ্বসনে উদ্ভিদ কী ত্যাগ করে?
58. হাইড্রোজেনে নিউট্রন রয়েছে কয়টি?
59. কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয়?
60. That grocer has plenty of______.
61. who wrote Top secret .
62. ছিটমহল বিনিময় সম্পন্ন হয়____
63. I went to SUNDARBON, I didn't see any TIGER but I had seen Tiger footprint. This sentence is ____
64. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়-
65. সর্বজন এর বিশেষণ কি?
66. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী—এটি কার ঘোষণা?
67. Burnt one’s finger means?
68. নূরজাহান নাটকের রচয়িতা কে?
69. Who is a famous dramatic and also was a friend of Jonathan swift....
70. পেনিসিলিয়াম অাবিষ্কারের জন্য ফ্লেমিং নোবেলপুরস্কার পান -
71. কমনওয়েলথ থেকে সর্বশেষ কোন দেশ ত্যাগ করে?
72. যদি a> b এবং c > 0 হয় তবে নিচের কোনটি সঠিক?
73. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
74. Choose the correct option.
75. Out of the wood’ means- means?
76. Luba's fame has spread far and near. Here "far and near" is_____
77. বাংলাদেশে সারাদেশব্যপী ইপিঅাই চালু করে -
78. ভ্রূণ সম্পর্কিত বিদ্যাকে বলা হয়-
79. বর্তমানে LDC ভুক্ত দেশ কয়টি?
80. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি
81. SDG এর মেয়াদ শেষ হবে_________
82. কত তারিখে লাহোর প্রস্তাব সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়?
83. চিনির মূল্য ২৫%বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
84. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
85. সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কি?
86. দুদিনের খেলাঘর- উপন্যাসটির রচয়িতা কে?
87. Honey tastes sweet .Make it passive.....
88. ই-মেইলের জন্য জনপ্রিয় সফটওয়্যার কোনটি?
89. ট্যারিফ কমিশন কোন মন্ত্রনালয়ের অধীন_______
90. কোন ঘটনাটি আগে ঘটেছিল?
91. a-b= 3 এবং ab=108হলেa^2- b^2 এর মান কত?
92. Mac OS এর যাত্রা শুরু হয়____।
93. বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?
94. ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি পেশায় ছিলেন--
95. সঠিক বানানের শব্দ কোনটি?
96. চর্যাপদে কোন ধ্বনির প্রাধান্য বেশি?
97. "ফোর্স সেভেনটিন" কোন দেশের গেরিলা সংগঠন?
98. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?
99. who wrote"the False Alarms" & Preface to Shakespeare.
100. Who wrote"The longest journey"........
101. পৃথিবী ও তার নিকটস্হ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে-
102. You are the only man ________ can do this.
103. জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়____
104. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
105. এক প্যাকেট তাস হতে হরতনের একটি রাজা বের করা হলো। বাকি তাসগুলো ভালভাবে শাফল করা হলো।তাসটি হরতন হবার সম্ভাবনা নির্ণয় কর।
106. কোনটি স্হানিয় বায়ু?
107. একটি ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৩ দিন পর ১৬ ছাত্র অন্যত্র চলে গেল।বাকি খাদ্যে অবশিষ্ট ছাত্রদের কতদিন চলবে?
108. SDG এর সহযোগী লক্ষমাত্রা নির্ধারিত হয়েছে____
109. কোন দুটি ধর্মের সংমিশ্রণে নাথ ধর্মের উৎপত্তি?
110. বাংলা সাহিত্যে শেলী নামে পরিচিত-
111. ভূ-ত্বকের প্রধান উপাদান হলো?
112. Who wrote"Orlando"
113. তির্যক শব্দের প্রতিশব্দ কোনটি?
114. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
115. বিনয়কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম-
116. Who is the famous for the theory of 'Objective Co-relative?
117. Who is the writer of the drama"The family Reunion".......
118. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
119. Try your best. Here "best"is .....
120. চাঁদ থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে -
121. সূর্য কোন বর্ণের?
122. শুধু মূল বলা হয় কোনটি?
123. সরল সুদের হার শতকরা কতটাকা হলে যে কোনো মুলধন ৮বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
124. জাতীয় মানব পাচার দমন সংস্থা গঠন করা হয় কবে?
125. বাংলাদেশ কবে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে?
126. বাংলাদেশ মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?
127. ধারার পরবর্তী অক্ষর কি হবে? খ,ছ,ঠ,---
128. একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড়সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?
129. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী?
130. পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার?
131. জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরি কত তম স্পিকার?
132. অনিল শব্দের অর্থ কি?
133. Human Development Report-2016 অনুযায়ী দক্ষিন এশিয়ার কোন দেশটি শীর্ষে রয়েছে?
134. বায়ুতে গ্রিনহাউজ গ্যাস সিএফসি গ্যাসের পরিমাণ কত?
135. Who wrote"Ulysses"........
136. "কেসি এন এ" কোন দেশের সরকারি সংবাদ সংস্থা?
137. ২০১৭ সালের ১১ তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
138. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
139. বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস কবে?
140. ভূ-পৃষ্ঠের সর্বত্র রাত্রি সমান থাকে কোন তারিখে?
141. We talked of them.Make it passive.
142. "প্রতিদিন ঘরহীন ঘরে"- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
143. উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
144. বিলিরুবিন তৈরি হয় কোথায়?
145. IPU এর 136তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
146. মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়- পঙক্তিটি কোন লেখকের?
147. ল্যাব্রাডার কি?
148. নিচের কোনটি অল্পপ্রাণ অঘোষ ধ্বনি?
149. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
150. a+b+c=12,a^(2+) b^(2+) c^2=50 এবং abc=60 হলে a^(3+) b^(3+) c^3 এর মান নির্ণয় কর ।
151. প্রথম সম্পূর্ণ বাংলায় মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
152. স্বর্ণকুমারী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সর্ম্পক?
153. দেশব্যাপি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কত সালে চালু হয়েছে?
154. সবচেয়ে নরম খনিজ কোনটি?
155. Which one is incorrect??
156. গ্রীসকে বেল আউট প্যাকেজ দিয়ে সহায়তা করেছিল-
157. তারা মিটমিট করে কেন?
158. কোন স্কুলের নবম শ্রেণির মানবিক শাখার ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জন পৌরনীতি,২৪ জন ভূগোল এবং ১১ জন পৌরনীতি ও ভূগোল উভয় বিষয় নিয়েছে।কতজন শিক্ষার্থী পৌরনীতি বা ভূগোল বিষয় দুইটির একটি ও নেয়নি?
159. The novel 'A Room with a View written by....
160. মিথ্যা ধরার যন্ত্র অাবিষ্কার করেন কে?
161. মিনি কম্পিউটারের জনক কে?
162. মুক্তিযুদ্ধের নেতৃত্বদান কারী জাতীয় চার নেতাকে কবে হত্যা করা হয়?
163. চিরন্তন’শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
164. কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে,এর প্রথম(m+n)পদের সমষ্টি নির্ণয় কর।
165. নিচের কোনটি আত্মবাচক সর্বনাম?
166. The dog saw his own .......... in the water.
167. প্রথম কৃত্রিম বাণিজ্যিক উপগ্রহ কোনটি?
168. পৃথিবীর কোন অঞ্চল বলকান নামে পরিচিত?
169. Millennium অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়?এর মধ্যে কতগুলোতে প্রথমে ও শেষে M থাকে?
170. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
171. সুনামি অর্থ কি?
172. (x+5)(x+13)-9
173. ইরানে ইসলামী বিপ্লবের ফলে মধ্যপ্রাচ্যে কোন সংস্থার জন্ম হয়?
174. অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
175. বাংলা ভাষায় মৌলিক ধাতুকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
176. শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে?
177. সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা কে?
178. a+b+c=0 হলে a3+b3+c3এর মান কত?
179. "শেষ রাত্রির তারা" ছোটগল্পের লেখক-
180. Choose the correct sentence.
181. কোন বাক্যটি শুদ্ধ?
182. Use the appropriate article – I saw ______________ one eyed man when I was walking on the road.
183. ছায়াপথ কোন অাকাশে দেখা যায়-
184. ‘who wrote The Traveler " & The Citizen of the world.
185. A Modest proposal" is a famous work by.....
186. ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?
187. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?
188. আফগানিস্তান,পাকিস্তান ও ইরানের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে?
189. পশ্চিমা দেশসমূহ সুশাসনের কয়টি দিকের কথা উল্লেখ করেছেন?
190. প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন-
191. নিচের কোনটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ?
192. কোষের বিশেষ পর্দাকে বলে-
193. "Organization of Petroleum Exporting Countries" সংস্থাটির সর্বশেষ সদস্য কোন দেশ?
194. সিলিকন একটি-
195. Honorary শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
196. সুশাসন ব্যাবস্হার বিপরীত শাসনব্যাস্হার নাম কি?
197. Choose the correct one_
198. জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

2 thoughts on “BCS Model Test 8”

  1. আমি ভাই আমি Quiz questions types একটা ওয়েব সাইট করতে ইআ্ছুক। ভাই quiz types questions গুলো করতে কোন ধরনের Plugin Usage করছেন। বা কি সিস্টেম করছেন একটু বলবেন ভাই.. আমি ওয়েবসাইট করবো indian base…please একটু সহায়তা করেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =