Model Test 10

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. তোমার কাছে অাছে যত যোগ হবে অারও তত, প্রাথমিকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক। অারও এক, হয়ে যাক এক শতেক। তোমার কাছে প্রথমে কত ছিল?
2. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
3. বিসিএস পরীক্ষার মাধ্যমে পিএসসি সংবিধানের কোন অনুচ্ছেদ মেনে নিয়োগের জন্য সুপারিশ করে?
4. একটি সুষম বহুভুজের অন্ত:কোণের মান ১৩৫ ডিগ্রি হলে , এর বাহুর সংখ্যা কত?
5. বাংলাদেশের রাষ্ট্রপতিশাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
6. ৬০ জন সহকারী কর কমিশনারের মধ্যে শতকরা ৪০ জন পদোন্নতি পেল এবং ১২ জন ক্যাডার চেঞ্জ করল । বাকীরা অাবার পদোন্নতির জন্য অপেক্ষমাণ থাকল। মোট কতজন পদোন্নতির জন্য অপেক্ষমাণ থাকল?
7. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে?
8. নিচের কোন প্রণালীটির উপর চীন সর্বাধিক নির্ভরশীল ?
9. সার্কের বর্তমান চেয়ারম্যানের নাম কি?
10. ‘গারো’ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে?
11. (x+3)(x-3)কে x²-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
12. বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
13. সাম্প্রতিক সময়ে বহুল অালোচিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অাইন-২০১২ জাতীয় সংসদে কবে গৃহীত হয়?
14. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়?
15. প্রস্তাবিত বাজেটে এডিপি কত?
16. কোনটি ঐতিহাসিক নাটক?
17. কোন পরীক্ষায় গণিতে ৭৫% এবং বিজ্ঞানে ৪৫% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ৩০% শিক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে?
18. কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
19. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "কৃষ্ণকান্তের উইলের" প্রধান দুটি চরিত্রের নাম কি?
20. দেশের ১২ তম প্রধান নির্বাচন কমিশনার কে?
21. মুসলিম রচিত প্রথম বাংলা কাব্যগ্রন্থ কোনটি?
22. "অাচ্ছা বন্ধু, ক'ফোটা রক্ত দিয়ে এক ফোঁটা অশ্রুজল হয়"- পঙ্কতিটি নজরুল কাকে উদ্দেশ্য করে বলেন?
23. বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সংশোধন হয়েছে---
24. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
25. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?
26. a+b+c= 0 হলে a³+b³+c³ এর মান কত ?
27. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখ গণপরিষদে উত্থাপিত হয়?
28. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?
29. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?
30. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র’পোস্টমাস্টার ৭১’এর পরিচালক কে?
31. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
32. বার্ষিক ১২.৫% হার সুদে ৮০০ টাকার ৫ বছরে যে সুদ হয়, বার্ষিক ৪% হার সুদে কত টাকায় ১০ বছরে ঐ সুদ হবে?
33. এ পর্যন্ত সংবিধানে কয়টি সংশোধনী আনা হয়েছে?
34. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সর্বনিম্ন বয়সসীমা কত?
35. Which of the following sentence is correct?
36. এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৮০০ টাকা ব্যাংকে জমা রাখলেন । ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
37. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বধিনায়ক কে ছিলেন?
38. পাট বিল২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
39. পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম___
40. কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?
41. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-
42. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
43. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ‍ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
44. ২৪ জনুয়ারি ২০১৭ দেশের তৃতীয় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ঘোষনা করা হয় কোনটিকে?
45. কোনটি "ইব্রাহিম খাঁ" এর গ্রন্থ নয়?
46. "সওগাত" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
47. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
48. বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?
49. বাংলা সাহিত্যে বিপ্লবী কবি নজরুল হলে ইংরেজী সাহিত্যে বিপ্লবী কবি কে?
50. Wordsworth described all good poetry as ___
51. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
52. You should "show good manners" in the company of young ladies- Which is the appropriate phrase for the underlined expression above?
53. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
54. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
55. ইঁদুর গল্পের লেখক কে?
56. জীবনান্দদাশের জন্মস্থান কোন জেলায়?
57. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
58. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি কে?
59. One who unduly forwards in rendering services for others is not generally liked in society- Which of the following words represents truly the character of the person mentioned here?
60. কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?
61. অপারেশন জ্যাকপট হলো____
62. "দোভাষী পুঁথি"- বলতে কি বোঝায়?
63. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
64. " Kubla Khan (1797) " is Written by?
65. The romantic age in English literature with the publication of _
66. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
67. বার্ষিক ৮% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকার ১ বছরের সুদ কত হবে?
68. কবিগান গায়ক এবং রচয়িতা উভয় হিসেবেই পরিচিত?
69. পুঁথি সাহিত্যের প্রাচীন কবি কে?
70. "বঙ্গদর্শন" পত্রকা কত সালে প্রকাশিত হয়?
71. The walls of our house have been painted ___green.
72. যুক্তরাজ্য ও চীনের মধ্যকার প্রথম সরাসরি মালবাহী ট্রেনটি কোন কোন দেশের ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের পূর্বাঞ্চলে পৌঁছেছে?
73. যদি a³-b³ = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
74. {2-3 (2-3) ^ -1} ^ - 1 এর মান কত?
75. "এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি"-এর রচয়িতা কে?
76. বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
77. বাংলায় পবিত্র কুরঅানের প্রথম অনুবাদক কে?
78. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
79. "One Belt One Road" ধারণার জনক কে?
80. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
81. কমেডি, ট্রাজেডি এবং ফার্সের মূল পার্থক্য কি?
82. আওয়ামীলীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?
83. বাংলাদেশের কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে?
84. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
85. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
86. কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
87. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
88. "মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর"- এ পঙ্কতির স্রষ্টা কে?
89. "মোস্তফা চরিত" গ্রন্থের রচয়তা কে?
90. একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৪৮ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
91. মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
92. " My Heart Leaps Up " Poem written by?
93. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
94. "MOAB" কোন দেশ উদ্ভাবন করে?
95. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত’ধীরে বহে মেঘনা’চলচ্চিত্রের নির্মাতা কে?
96. হানাদার পকিস্তানি সৈন্যরাকবে,কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমন করে?
97. সাম্প্রতিক জি-৭ বৈঠকে কোন বিষয়ে ঐক্যমত্য হয় নি?
98. Find the odd man out?
99. মীর মশাররফ হোসেন তার বিষাদসিন্ধু সর্বপ্রথম কাকে উৎসর্গ করেন?
100. বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

7 thoughts on “Model Test 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seventeen =