Model Test 5

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. ১০ -৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত ?
2. 'স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
3. IBM means -----
4. আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরনী টিস্যু ---
5. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বিশ। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?
6. Preface to Lyrical Ballads - এর মাধ্যমে কোন যুগের সূচনা হয় ?
7. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়--
8. কাজ ও বলের একক যথাক্রমে---
9. কালবৈশাখী ঝড় সাধারণত কোন দিক থেকে আসে ?
10. বাংলা কাব্যে কে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন?
11. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
12. বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে ?
13. সংবিধান প্রনয়নে খরচ হয় কত টাকা?
14. UNDP কত সালে সুশাসনের মূলনীতি প্রকাশ করে?
15. ১৬ তম সংশোধনী সংসদে পাশ হয় কবে?
16. দুইটি সংখ্যার গ সা গু 11 এবং ল সা গু 7700। একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি --
17. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ?
18. Which one is a correct sentence ?
19. RAM এর স্মৃতি হলো ----
20. Input হিসেবে আসা তথ্যগুলো কোথায় জমা হয়?
21. I shall not ---------- the Super Cyclone 7 tonight.
22. DVD means ----
23. Hard Disk একটি -----
24. কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ?
25. Neither Zakir or Rasel ---- Qualified for the job
26. Computer এর fixed Disk হচ্ছে ----
27. Computer এর কর্ম এলাকা কোনটি?
28. CD means ---
29. বাংলাদেশে এ পর্যন্ত Super Computer স্থাপিত হয়েছে?
30. মানব অাচরণের সাথে সম্পৃক্ত ধারণা কোনটি?
31. Reason is the highest faculty --- on human by their creator.
32. বাংলাদেশে সুশাসন অতীব জরুরী কেন?
33. সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয়---
34. বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়?
35. The expression 'take into account ' means
36. লাল আলোতে নীল রঙ্গের বস্তু কেমন দেখায়?
37. They suffered much . .... Cyclone had hit their village.
38. বেনাপোল স্থলবন্দরটি ভারতের কোন ভারতের কোন শহরের সীমান্তের সাথে লাগানো ?
39. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম Electronic Computer -----
40. সকলেই অাইনের চোখে সমান মর্যাদা ভোগ করবে- জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের কত নং ধারায় বলা হয়েছে?
41. এপিকালচার বলতে বুঝায়?
42. Computer এর সবচেয়ে গুরুতেপূর্ণ অংশ?
43. He is quite diplomatic in dealing ......... the people.
44. ই-গভর্নেন্সের সূত্র কোনটি?
45. Who is Known as ' the Poet of Nature' in English Literature ?
46. রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত ?
47. বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্বে অবস্থিত নিচের কোনটি ?
48. Choose the Correct Spelling
49. Calculator এর স্মৃতিশক্তি ----
50. জিম্বাবুয়ের পূর্ব নাম কোনটি ?
51. বাংলাদেশে প্রথম Computer আসে কত সালে?
52. 'To raise ones brows ' indicate
53. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়--
54. x2 + y2 = 185, x-y= 3 এর একটি সমাধান হল:
55. লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
56. Which one is a correct sentence ?
57. গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষা হচ্ছে -
58. অংশগ্রহণকে মানবাধিকার হিসেবে অাখ্যায়িত দেয় কোন সংস্থা?
59. 'জন্মই আমার আজন্ম পাপ' কোন ধরণের লেখা?
60. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত ?
61. 'প্রদোষে প্রাকৃতজন ' গ্রন্থটি কার রচনা?
62. The Phrase ''nouveau riche ' means
63. সংরক্ষণ করা কাজ কোথায় জমা হয়?
64. ঘূর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত হিসেবে নদী বন্দরের জন্য কয়টি সংকেত নির্ধারণ করা আছে ?
65. জারন বিক্রিয়া তে কি ঘটে?
66. কিসের সাহায্যে RAM এর ধারণ ক্ষমতা বাড়ানো যায়?
67. সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধন রাষ্ট্রের উদ্দেশ্য কার উক্তি?
68.  ''To be , or not be , that is the Question''- is a famous dialogue from
69. Computer এর অতি পরিচিত একটি বাস হল -----
70. কোনটি সবচেয়ে ছোট ?
71. Transistor was invented in ----
72. সংকর ধাতু পিতলের উপাদান---
73. একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
74. গাড়ির ব্যাটারি তে ব্যবহৃত এসিড--
75. সেলিম আল দীনের প্রকৃত নাম কি?
76. চার্লস ব্যাবেজ তৈরি করেন ----
77. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
78. Engine : car
79. তাইওয়ানের সাথে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কোন দেশ?
80. 'The Marchant of venice' কী ধরনের নাটক ?
81. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে --
82. ন্যয়পাল জাতীয় সংসদে কতসালে পাশ হয়?
83. Faria Walks as if he ----- lame.
84. Choose the correct antonymCynical
85. বাংলাদেশে বার্গার তৈরী শিল্প কবে শুরু হয়?
86. একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?
87. উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত হয় কোন সংশোধনীতে?
88. Digital Computer কত প্রকার?
89. একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৩০ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত ?
90. বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়---
91. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে--
92. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
93. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত সংযোগ নেই ?
94. বায়ুমণ্ডলে মিথেনে পরিমাণ কত ?
95. সদ্য নির্বাচিত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোনের "অ মার্শ" দলটি কত সালে প্রতিষ্ঠা কর হয়?
96. A song embodying religious and sacred emotions
97. পারমাণবিক চুল্লী তে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
98. কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল ৬০ । তবে সংখ্যাটি কত ?
99. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে । ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে ?
100. প্রথম গণনাযন্ত্র -----

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

1 thought on “Model Test 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + one =