Model Test 6

প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।

1. A person who eats too much -
2. জুতার ফিতা গরম কেন হয়?
3. কম্পিউটারে কোনটি নেই ?
4. বাংলাদেশে সরকারি ইপিজেড কয়টি?
5. ঢাকা জাদুঘরকে কবে জাতীয় জাদুঘর হিসেবে নামকরণ করা হয়?
6. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
7. 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন?
8. 'একাত্তরের চিঠি' কোন ধরণের রচনা?
9. আনন্দ বিহার কোন জেলাতে অবস্থিত ?
10. Who is known as "poet of poets"-
11. সোমপুর বৌদ্ধ বিহারের নির্মাতা ছিলেন?
12. 'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপ্র কোন পত্রিকা প্রকাশিত হয়?
13. ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
14. শাসন ব্যবস্থায় দূর্নীতি জনগণকে বঞ্চিত করে --
15. কোনটি কম্পিউটারের পাণশক্তি?
16. France কত সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ করে?
17. নিয়ন্ত্রণ ইউনিট কোথা থেকে তথ্যগুলো গাণিতিক যুক্তি ইউনিটে প্রেরণ করে?
18. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি--
19. "ধর্ম সাধারণ মানুষের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।" - কে বলেছেন?
20. "Good Governance is important for countries at all stages of development "-- কার উক্তি?
21. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
22. Shakespeare is known mostly for his -
23. ক একটি কাজ করে ১০ দিনে, খ সেই কাজটি করে ১৫ দিনে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করবে?
24. সুশাসনের আন্তর্জাতিক ধারণার উদভাবক?
25. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কে উদ্বোধন করেন?
26. মূল্যবোধের চালিকাশক্তি কোনটি?
27. বাংলাদেশে উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান কয়টি?
28. ডুরান্ড লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
29. পানামা খালের দৈর্ঘ্য কত?
30. বগুড়ার বাংগালি নদীটি কোন নদীর সাথে সম্পর্কি?
31. DOS কে তৈরি করেন?
32. UNDP কত সালে সুশাসনের মূলনীতি প্রকাশ করে?
33. জাতীয় ঐকমত্য সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করে--
34. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে-বাইরে' উপন্যাসের?
35. Beowulf is-
36. বিশ্ব স্বাক্ষরতা দিবস?
37. 'হুলিয়া' কবিতা কার রচনা?
38. হাড় ও দাতঁ কে মজবুত করে --
39. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
40. সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে কোনটি?
41. কোনটির অনুপস্থিতিতে সুশাসন দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়না?
42. Computer এর কাজ করার গতি হিসাব করা হয় ---
43. ইরাটম কি?
44. At present highest oil producing country?
45. স্বর্ণদ্বীপ কোথায়?
46. ১৯৪৭ সালের পূর্বে বাংলাদেশ ভূখন্ডে কয়টি জেলা ছিল?
47. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা থাকে তা কিসের তৈরি?
48. A mirror always --
49. Black December কোন দেশের?
50. কাঠামোবদ্ধ রূপ নেই নিচের কোনটির?
51. সুইচ অন করার সাথে সাথে কম্পিউটার কী দেখে?
52. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
53. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
54. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত--
55. সুরমা & কুশিয়ারা নদীর মিলিত ধারা কালনি নামে কিছুদূর গিয়ে কোন স্থান থেকে মেঘনার নাম ধারণ করেছে?
56. 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
57. Which one is correct spelling?
58. superlative degree of 'In' is-
59. বৃত্তের ব্যাসার্ধ ৩০% বাড়ালে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে?
60. There is no alternative __ training.
61. কিয়াকপিউ কোন দেশের সমুদ্র বন্দর?
62. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিঃমিঃ & প্রস্ত কত মিটার?
63. নিচের কোনটি চট্টগ্রামের স্থল বন্দর?
64. কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য আছে?
65. ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ থেকে উদ্ভূত হয়--
66. রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলী' কাব্য প্রকাশিত হয় কবে?
67. কোন ইন্জিনে কার্বুরেটর থাকে?
68. সততা, ন্যায়পরায়ণতা, সামাজিক ন্যায়বিচার এগুলো কিসের উপাদান?
69. নিয়ন্ত্রণ ইউনিটে ইনপুট হিসেবে আসা তথ্যগুলো কোথায় জমা হয়?
70. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
71.  কোনটি অ্যাড্রিয়াটিকের রানী নামে পরিচিত?
72. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
73. নৈতিকতা কি?
74. মূল্যবোধের বৈশিষ্ট্য নয় কোনটি?
75. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
76. 'অশোক সৈয়দ' - কার ছদ্মনাম?
77. 'কাঁঠালপাড়ায়' জন্মগ্রহণ করেন--
78. BD তে মুক্তবাজার অর্থনীতি চালু হয়?
79. বাংলাদেশে সর্বপ্রথম ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করে কোন প্রতিষ্ঠান?
80. 'Cut up' means-
81. রাষ্ট্রে সুশাসনের পূর্ণতা আসে কিসের মাধ্যমে?
82. It is you who __ to blame.
83. বিখ্যাত ম্যাগাজিন 'নিউজ উইক' কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি উপাধি দেয়?
84. নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?
85. ECNEC এর বিকল্প সভাপতি কে?
86. নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
87. রিবন ব্যবহৃত হয় ----
88. শুষ্ক বরফ বলা হয়--
89. বাংলাদেশে এ পর্যন্ত কয়টি আদমশুমারি অনুষ্ঠিত হয়?
90. মাউন্ট এভারেস্ট বিজয়ী সর্বকনিষ্ঠ বাংলাদেশী কে?
91. বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?
92. স্যালিক এসিড পাওয়া যায় ---
93. জবাবদিহিতা অর্থ--
94. Warsaw Pact এর সদস্য কত ছিল?
95. Where is Mosul situated?
96. সর্বশেষ কোন পদ্ধতিতে সুন্দরবনে বাঘ গণনা করা হয়?
97. Indomitable Spirit is a book by ____
98. Revolution Square কোথায়?
99. কোথায় দিনরাত্রি সর্বোত্র সমান?
100. সর্বশেষ কোন পদ্ধতিতে সুন্দরবনে বাঘ গণনা করা হয়?

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 4 =